ফ্লোটপ্লেন ভেঙে আলাস্কায় মৃত্যু হল তিনজনের৷ জখম কমপক্ষে সাত৷ বুধবার মাছ ধরার একটি জনপ্রিয় জায়গায় যাওয়ার সময় ইলিয়ামনায় ফ্লোটপ্লেনটি ভেঙে পড়ে বলে জানান ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা প্রধান ক্লিন্ট জনসন৷ ইস্টউইন্ড লেকের কাছে ঘন জঙ্গলে ভেঙে পড়ে এটি৷ নিহতদের দেহ উদ্ধার করা হয়েছে৷ ময়না তদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে৷ দুর্ঘটনায় গুরুতর জখম হন পাঁচ জন৷ তাঁদের অ্যাংকরেজ শহরে নিয়ে আসে আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ড৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
জনসন জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনও মন্তব্য করা সম্ভব ন৷ ঘটনার তদন্ত শুরু করেছে এনটিএসবি৷
পোস্টটি যতজন পড়েছেন : 94