রাজধানীতে আলাদা কয়েকটি সড়ক দুর্ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের এক সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। কারওয়ান বাজার, খিলক্ষেত, যাত্রাবাড়ী ও শেওড়াপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে মিরপুরগামী বাসের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলে নিহত হন পুলিশের বিশেষ শাখার সদস্য সোহেল রানা।
খিলক্ষেতে দুর্ঘটনায় নিহত নাসরিন বেগমের ছোট ভাই জানান, ঈদের ছুটি কাটিয়ে সকালে বরিশাল থেকে সদরঘাটে আসেন তারা। এরপর বাসে করে গাজীপুরের টঙ্গীতে কর্মস্থলে যাওয়ার পথে খিলক্ষেতে দুর্ঘটনায় পড়ে তাদের বাস। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে গেলে সামনের কাচ ভেঙে রাস্তায় পড়ে যান নাসরিন। এসময় বাসের চাপায় নাসরিনের মৃত্যু হয়।
অন্যদিকে যাত্রাবাড়ীতে নিহত মুজিবুর রহমানের স্বজন জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভারে মোটরসাইকেল যোগে যাবার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুজিবুরের। এছাড়া রাজধানীর শেওড়াপাড়ায় বাসে ওঠার সময় লেগুনার ধাক্কায় নিহত হন অজ্ঞাত এক যুবক। এদিকে মাদারীপুরের কালকিনিতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫ জন।