১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আর ভাঙবে না সাধের স্মার্টফোন!

ভাবুন একবার, ধুলো বা বালি লেগে আপনার স্মার্টফোনের ক্যামেরা নষ্ট হওয়ার আশঙ্কা না থাকলে কেমন হত? বা আপনার হাত থেকে পড়ে গিয়েও ভাঙল না। তাহলে অনেক নিশ্চিন্তে ব্যবহার করা যেত ফোন। সবসময় সতর্ক থাকতে হত না। এবার তা সত্যিই হতে চলেছে। সৌজন্যে আমেরিকান নেভির তৈরি করা এক নয়া সেরামিক, নাম স্নাইপেল।

ইউএস নেভাল রিসার্চ ল্যাবেরটরি জানাচ্ছে, এ এক যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে। স্পাইনেল আদতে এক ধনরণের মিনারেল। ম্যাগনেশিয়াল অ্যালুমিনেট থেকে তৈরি এক যৌগ। যা এর আগে যা যা উপাদান দিয়ে মোবাইল তৈরি হয়েছে, তাদের থেকে শতগুণ বেশি টেকসই ও মজবুত।  এতদিন এই স্পাইনেল পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে থাকলেও এবার বাণিজ্যিকভাবে বাজারে আসতে প্রস্তুত। শুধু স্মার্টফোন নয়, আইওয়াচ বা ঘড়িতেও এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ