প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো শিশু ঝরে পড়বে বা রাস্তায় টোকাই হবে তা আমরা চাই না। একটা শিশুও রাস্তায় ঘুরবে না। ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারলে শিশুদেরও খাওয়াতে পারবো। শিশুদের পুষ্টি নিশ্চিত ও মায়েদের স্বাস্থ্যহীনতা রোধ করতে হবে।
রবিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শিশু শিক্ষা মানেই এক গাদা বই কাঁধে দিয়ে শুধু পড় পড় বললেই হবে না। এর নাম পড়াশুনা নয়। সারাক্ষণ যদি পড় পড় বলা হয় তাহলে মনোযোগ হারিয়ে যাবে। শিশুদের পড়াটাকে দায়িত্ব হিসেবে বোঝাতে পারলে তারা পড়বে। শিশুদের স্কুলে ভর্তি হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাচ্চাদের খেলার মাঠের ব্যবস্থা, খোলামেলা জায়গা রাখতে হবে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস আমাদের শিশুদের জানাতে হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 129