আর হয়তো কোনও গ্র্যান্ডস্লাম জেতা হবে না৷ ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী স্পেনের তারকা টেনিস প্লেয়ার রাফায়েল নাদালের এখন এটাই মনে হচ্ছে৷ ২৯ বছর বয়সী বাঁ-হাতি এই টেনিস কিংবদন্তির চলতি বছরটি খুব একটা ভালো কাটেনি৷ চোট যে তাঁর পারফর্মেন্সে প্রভাব ফেলেছে এটা মেনে নিচ্ছেন তিনি নিজেও৷ ক্লে-কোর্টের সম্রাটের কাছে ৯টি ফ্রেঞ্চ ওপেন, দু’টি ইউএস ওপেন, দু’টি উইম্বলডন এবং একটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের শিরোপা রয়েছে৷ তিনি বলেছেন, “আমি শারীরিকভাবে ১০০ শতাংশ ফিট হলেও, মানসিকভাবে নই।”
বর্তমানের টেনিস খেলোয়াড়দের মধ্যে অ্যান্ডি মারেকে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়৷ তবে নাদাল নিজে মারের সঙ্গে আপাতত কোনও প্রতিযোগিতায় যেতে রাজি নন। তাঁর কথায়, “মারে আমার দেখা অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় এবং খুব ভালো মনের মানুষ। ও ঠিক আমার মতো।”
পোস্টটি যতজন পড়েছেন : ১৬১