
আর্জেন্টিনাকে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মত কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিলো চিলি। এ জয়ের ফলে প্রায় ১০০ বছরের শিরোপা খরা ঘোচালো স্বাগতিকরা। অন্যদিকে, ২২ বছর পর শিরোপার এত কাছে গিয়েও হতাশা নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে দু’দল। তবে, দু’দলের শক্ত রক্ষণভাগের সামনে প্রথমার্ধ্বে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউই। এরপর দ্বিতীয়ার্ধ্বেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ। তবে, সেখানেও গোল বঞ্চিত থাকে দু’দল। ফলে, নির্ধারিত সময় গোলশূন্য হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে অতিরিক্ত ত্রিশ মিনিটেও গোল দিতে ব্যর্থ হয় দু’দলের খেলোয়াড়রা। ফলে, ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে।
প্রথম পেনাল্টি শটে চিলির ফার্নান্দেজ লক্ষ্যভেদ করার পর আর্জেন্টিনার হয়ে মেসি তার পেনাল্টি শটটি কাজে লাগান। এরপর চিলির ভিদাল দ্বিতীয় পেনাল্টি কাজে লাগালেও, আর্জেন্টিনার হিগুয়েন তার সুযোগ মিস করেন। এরপর চিলির হয়ে স্কোর করেন আরানগুইজ। এরপর আর্জেন্টিনার বানেগা তার শট মিস করলে তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় চিলির জয়। শেষে চিলির সানচেজ শেষ পেরেকটি ঠুকে দিলে শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে জর্জ সাম্পাওলির শিষ্যরা।