[english_date]

আরাফাতের আটকের খবরে মিষ্টি নিয়ে গুলশান থানায় হিরো আলম

২০২৩ সালের উপনির্বাচনে ঢাকা-১৭ আসনে মোহাম্মদ এ আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। ওই নির্বাচনে আরাফাতের বিরুদ্ধে কারচুপি ও তাকে প্রহারের অভিযোগ করেন হিরো আলম। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর আটক হন বেশকিছু মন্ত্রী-এমপি। সর্বশেষ মঙ্গলবার (২৭ আগস্ট) আটক হন মোহাম্মদ এ আরাফাত। তার আটকের খবরে মিষ্টি নিয়ে গুলশান থানায় গেছেন হিরো আলম।

নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।

এবার নতুন করে সেই প্রসঙ্গ হিরো আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। হিরো আলম বলেন, আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিলো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ