আরও একহাজার অভিবাসীর দায়িত্ব নিতে তৈরি ব্রিটেন। শুক্রবার এমনটাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দু’দিন ধরে লাগাতার বিভিন্ন অভিবাসী অঞ্চলে ঘুরে এদিন নিজের আগের অবস্থান বদল করেছেন ক্যামেরন। ব্রিটেন যে বাড়তি অভিবাসীদের আশ্রয় দিতে রাজি হয়েছে তা আগাম রাষ্ট্রসংঘের জেনেভা সম্মেলনে জানিয়ে দেন এক মুখপাত্র। তাঁর কথায়, “নতুন করে ৪০০০ অভিবাসীদের জায়গা দিতে রাজি হয়েছে ক্যামেরনের সরকার।”
গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া থেকে গত কয়েকমাসে লাগাতার অভিবাসী অনুপ্রবেশ ঘটছে ইউরোপে। সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অবৈধ অভিবাসী অনুপ্রবেশ। সব মিলিয়ে অভিবাসী সমস্যা নিয়ে জেরবার ইউরোপ। এর মধ্যেই অনেকের ধারণা সিরিয়ার মৃত কুর্দ শিশুর ছবি গ্লোবাল মিডিয়ায় প্রকাশ হতেই নিজের অবস্থান বদলেছেন ক্যামেরন। গত দুদিন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিরিয়ার মৃত শিশুর ছবি।