[english_date]

আমেরিকা দেয়নি লাদেনের ডেথ সার্টিফিকেট

ফের বোমা ফাটাল উইকিলিকস৷ আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যর পর সৌদি আরবের মার্কিন দূতাবাস তার ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করেছিল বলে ফাঁস করল তারা৷ উইকিলিকস জানাচ্ছে, লাদেনের ডেথ সার্টিফিকেট নিতে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন তার ছেলে৷ কিন্তু তাঁকে ফিরিয়ে দেওয়া হয়৷ এই সম্পর্কে একটি চিঠিও এদিন ফাঁস করে উইকিলিকস৷

২০১১ সালের ৯ সেপ্টেম্বর লাদেন পুত্র আবদুল্লা বিন লাদেনের লেখা ওই চিঠির উত্তরে বলা হয়, চারমাস আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন এলিট ফোর্স নেভি সিলের বিশেষ অভিযানে মৃত্যু হয়েছে আল-কায়েদা সুপ্রিমোর৷তাকে সমুদ্রে সমাধিস্ত করেথে মার্কিন সেনা৷এই চিঠিতে রিয়াদে মার্কিন কনস্যুল জেনারেল গ্লেন কাইজার আরও বলেন, আপনি আপনার বাবা ওসামা বিন লাদেনের ডেথ সার্টিফিকেট চেয়ে যে চিঠি পাঠিয়েছেন তা আমরা পেয়েছি। তবে সামরিক অভিযানে নিহত ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের ডকুমেন্ট দেওয়ার রীতি নেই।

উল্লেখ্য, সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস ‘দ্য সৌদি কেবলস’ নামে মোট ৬০ হাজার কূটনৈতিক তথ্য প্রকাশ করেছে৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সৌদির বিদেশ মন্ত্রক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে সংগৃহীত আরও ৫ লক্ষ কেবলস এবং ডকুমেন্ট প্রকাশ করতে চলেছে তারা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ