[english_date]

আমেরিকাকে টক্কর দিতে তৈরি চিন!

‘চিন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগিয়ে নিচ্ছে তাতে দেশটি মহাকাশে আমেরিকার প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে’-  এই বক্তব্য স্বয়ং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ট্রে অবারিংয়ের৷ ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউটে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, চিনের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর কারণে মার্কিন গোয়েন্দা ও পর্যবেক্ষণ কর্মসূচি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ট্রে অবারিং চিনের ক্রমবর্ধমান সমর শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চিন ২০০৭ সালেই উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা রাখে। এখন তারা মহাশূন্যে আমেরিকার সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন করে ফেলছে।

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই চিন জাহাজ বিধ্বংসী মধ্যম পাল্লার ‘ডিএফ-টুয়েন্টি ওয়ান’ ক্ষেপণাস্ত্রটি জনসমক্ষে এনেছে৷ অত্যন্ত উন্নত ও জটিল প্রযুক্তির এই ক্ষেপনাস্ত্রটি আমেরিকার যুদ্ধ জাহাজগুলির সঙ্গে পাল্লা দিতে সক্ষম৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ