৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না: শাকিব খান

জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল শাকিব খানের ‘দরদ’ ছবির স্পেশাল স্ক্রিনিং। যেখানে দেশের জনপ্রিয় একঝাঁক তারকা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ‘দরদ’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে শাকিব খানের সাথে আরও ছিলেন পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো জনপ্রিয় সব তারকা।
শাকিব বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন—এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’
বিদেশি নায়িকাদের সাথে কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ