
হ্যাঙ্ক থেকে ফ্যাটি হয়েছেন তিনি। কিন্তু তাতেও আমিরের মুগ্ধ তরুণীদের ভাটা পড়েনি একটুও। একেই বোধহয় বলে আমিরি জলবা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’এর প্রেমে পড়েছেন অনেক নায়িকাই। সেই তালিকায় এ বার যোগ হল সানি লিওনের মান। আমিরের রূপে মুগ্ধ সানি সম্প্রতি ট্যুইট করেছেন, আমির মোটে অর নট, ইউ স্টিল হট।’
আসন্ন ছবি ‘দঙ্গল’এর জন্য আপাতত ওজন বাড়িয়েছেন আমির। তাঁর ওজন এখন ৯৫ কিলোগ্রাম। তাতে কী! এই মোটা আমিরকেই মনে ধরেছে সানির। স্ন্যাপডিলের বিজ্ঞাপনে আমির খানকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সানি।
আপাতত ‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির ফোগটের চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন আমির খান। অন্যদিকে সানিকেও এখন দেখা যাচ্ছে প্রথম সারির নায়কের ছবিতে। যদিও ক্যামিও রোলে তবুও পরিচালকদের তুরুপের তাস এখন সানিL
পোস্টটি যতজন পড়েছেন : ৩৮৭