[english_date]

আমিরের বউ হচ্ছেন সাক্ষী

‘পিকে’-এর পর আমিরের পরবর্তী ছবি ‘দঙ্গল’, জোর কদমে চলেছে তারই প্রস্তুতি। ফোগটের চরিত্রে নিজেকে পারফেক্ট  করে তুলতে ইতিমধ্যে আমির নিজের ওজন বাড়িয়ে করেছে ৯০ কেজি। পর্দার গীতা ও ববিতারও শুরু করে দিয়েছে কুস্তির প্রশিক্ষণ। বাকি আছে শুধু ফোগটের স্ত্রী, খোঁজ চলছিল তাঁরই। শোনা গিয়েছিল, এই চরিত্রে অভিনয় করবেন মল্লিকা শেরাবাত। কিন্তু এখন খবর, আমিরের স্ত্রীর ভূমিকায় জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী সাক্ষী তনওয়ারকে বেছে নিয়েছেন পরিচালক নীতিশ তিওয়ারি । 

‘কাহানি ঘর ঘর কি’ মেগা সিরিয়ালের পরিচিত মুখ সাক্ষী। সম্প্রতি ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। ‘মহলা আসি’ ছবিতে সানি দেওয়ালের বিপরীতে অভিনয় করেছেন তিনি। কিন্তু ধর্মের গেরোয় আটকে রয়েছে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এই সিনেমাটি।

কুস্তিগীর মহাবীর ফোগটের জীবন সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চলেছেন নীতিশ তিওয়ারি। যেখানে ফোগটের নাম ভূমিকায় দেখা যাবে আমির খানকে। অন্যদিকে বয়সের ভেদে ফোগট কন্যা গীতা ও ববিতার চরিত্রে দেখা যাবে চার নতুন মুখ। ববিতার চরিত্রের সানিয়া মালহোত্রা ও সুহানি ভটনগর, গীতার চরিত্রে ফতিমা শেখ ও জাইরা ওয়াসিম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ