আন্তর্জাতিক ডেক্স: ‘আমার সঙ্গে শত্রুভাবাপন্ন আচরণ করছে গণমাধ্যম। সাংবাদিকরা আমাকে প্রায়ই পক্ষপাতদুষ্ট এবং অসম্মানজনক প্রশ্ন করে থাকেন। যা এর আগে কোন প্রেসিডেন্টকে দেখতে হয়নি।
তবে আব্রাহাম লিংকন আমার কাছাকাছি থাকতে পারেন। তারা সবসময় বলে লিংকনের চেয়ে খারাপ আচরণের শিকার আর কেউ হয়নি। আমি বিশ্বাস করি, আমিও ওইরকম বাজে আচরণের শিকার হচ্ছি।
’ রবিবার ওয়াশিংটনের লিংকন স্মৃতিসৌধে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে করে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।
১৮৬১-৬৫ মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা আব্রাহাম লিংকনের গৃহযুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসা এবং দাসপ্রথা বিলুপ্ত করা নিয়ে বিরোধী দলীয়দের পক্ষ থেকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীতে তিনি গুলিবিদ্ধ ও নিহত হন।
ট্রাম্প বলেন, ‘আপনারা সে সব সংবাদ সম্মেলন দেখেছেন। তারা আমাকে এমন সব প্রশ্ন করে যা অসম্মানজনক। সত্যিকার অর্থেই বলছি অসম্মানজনক। তাদের উপস্থাপনা, তাদের শব্দ চয়ন সবই। আমি মনেকরি আমি যদি তাদের প্রতি সৌজন্যমুলক আচরণ করি তবে আমাকে স্টেজ থেকে নেমে যেতে হবে। তারা অত্যন্ত পক্ষপাতদুষ্ট প্রশ্ন নিয়ে আসে।’