[english_date]

আমাদের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা: প্রধানমন্ত্রী

আমাদের লক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম-আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬ থেকে ২০২০) টেকসই উন্নয়নের ওপর যথাযথ গুরুত্ব আরোপ করা হয়েছে।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে দুদিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) সম্মেলনের উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এ দেশের মানুষের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।
 উন্নয়নের এ অগ্রযাত্রায় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিদের পেলে আমরা আনন্দিত হব।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি আমরা প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির সুবিধার্থে এ অঞ্চলের মধ্যে অবকাঠামো উন্নয়নের কাজে হাত দিয়েছি। চারটি দেশের মধ্যে পণ্য পরিবহন শুরু হয়েছে।
বাংলাদেশের সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ও জাতিসংঘের এসডিজির ১৭টি লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি দাতা দেশ ও সংস্থা এবং বেসরকারি সংস্থার সমন্বয় ঘটাতেই এই সম্মেলন ঘটানোই সম্মেলনের উদ্দেশ্য। এতে রয়েছে কৃষি, অর্থনীতি, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষাসহ মোট সাতটি সেশন। এই সম্মেলনে বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ দাতা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ২০১০ এর পর এবারই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরাম। এতে বাংলাদেশে অর্থায়নকারী উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মনোনীত প্রেসিডেন্ট জিন লিকুন, এশীয় উন্নয়ন ব্যাংকের সহ-সভাপতি ওয়েনচাই ঝাং প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ