৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাদের মতো স্বপ্ন দেখে ইঁদুরেরাও

কে বলে কেবল আমরাই স্বপ্ন দেখে? আমাদের মতো স্বপ্ন দেখে ইঁদুরেরাও। আমাদের থেকে বুদ্ধিতে হয়তো অনেক পিছিয়ে ইঁদুর, তবে আমাদের মতো তারাও নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবে, এমনকী স্বপ্নও দেখে। সদ্য প্রকাশিত ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, মানুষের মতো হিপোক্যাম্পাস দিয়ে ইঁদুরও মানচিত্র অংকন করে। স্বল্পস্থায়ী স্মৃতি দিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করার চেষ্টা করে তারা।

আসলে স্বপ্ন কী সেই উত্তর খুঁজতে একসময় ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছিল ইঁদুর যখন কোনও কারণে গন্তব্যে পৌঁছতে পারে না তখন তারা মানুষের মতো মস্তিষ্কে একটা মানচিত্র একে নেয়। এবং সেই মানচিত্র দিয়েই তৈরি করে স্বপ্ন। মানুষও অনেকটা এভাবেই স্বপ্ন বানায়। তবে এখানেই শেষ নয়। কেবল অতীত নয়, আগামী বাঁ ভবিষ্যতের স্বপ্নও দেখে ইঁদুর।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ