১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরন অনশনের ঘোষনা দিল রাঙামাটি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইউছুপ পাঠোয়ারী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

আর্থনিউজ২৪: আমরন অনশনের ঘোষনা দিল রাঙামাটি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে চালু না হলে আমরণ অনশনসহ নিজেদের আত্মহননের হুমকি দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলন কক্ষে রাবিপ্রবি’র ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের আহবায়ক শামসুজ্জামান বাপ্পী এ ঘোষণা দেন।

 তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার দাবীতে আগামীতে গণস্বাক্ষর সংগ্রহ, প্রতীকি অনশন, অবস্থান ধর্মঘট, আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে শিক্ষার্থীরা।

 এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি’র ছাত্র আন্দোলন সংগ্রাম পরিষদের ছাত্র নেতা মো. ইমরান আলী, মো. নাজমুল হাসান, মো. হাবিবুর রহমান, মো. জমিরুল ইসলাম, মো. হুমায়ুন কবির, অপু দে প্রমুখ ।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন পর্যন্ত রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় ৭৩জন শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের একটি বছর হারিয়ে ফেলেছে। অনিশ্চিত হয়ে পরেছে শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্স ও ব্যবস্থাপনা বিভাগের উচ্চ শিক্ষা গ্রহণ করা।

 শিক্ষার্থীরা অবিলম্বে সরকারের কাছে রাঙামাটি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার দাবী জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ