উত্তর কোরিয়া এবার তাদের গা জাড়া দিয়ে কথা বলল।তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ না করলে দুই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।উ. কোরিয়া মার্কিন ও দ. কোরিয়ার সামরিক মহড়াকে আক্রমণের ‘রিহার্সেল’ দেখছে।‘ফোল ইগল’ ও ‘কি রিজল্ভ’ নামের দ. কোরিয়া ও মার্কিন সামরিক মহড়ায় ৩ লক্ষ দ. কোরীয় ও ১৫ হাজার মার্কিন সৈন্য অংশ নিচ্ছে বলে জানা যায়। উ. কোরিয়ার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আগ্রাসনে আগ্রহীদের উপর নির্বিচার পারমাণবিক হামলা তাদের উ. কোরিয়ার সামরিক সামর্থ্য সম্পর্কে অবহিত করবে।
এখানে উল্লেখ্য প্রতি বছর দ. কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য সৈন্য সামরিক মহড়া করে যা উত্তর কোরিয়ায় অস্থিরতা সৃষ্টি করে।