‘জাজবা’ দিয়ে বলিউডে কামব্যাক ইনিংস শুরু করেছেন বচ্চন বধূ। প্রথম ছবি মুক্তির আগেই, তাঁর ঝুলি উপচে পড়ছে সিনেমার অফার। পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় বন্দি, সর্বজিৎ সিংহের জীবন নিয়ে ‘বায়োপিক’ তৈরি করেছেন পরিচালক উমাঙ্গ কুমার। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বর্য। এখন শোনা যাচ্ছে, এই ছবিতে পাকিস্তানি আইনজীবী, যিনি দলবীরের হয়ে আইনি লড়াই লড়েছিলেন তাঁর চরিত্রে দেখা মিলবে অমিতাভ বচ্চনকে।
তবে আইনজীবীর চরিত্র নিয়ে কিছুটা ঘেঁটে আছেন পরিচালক। এই চরিত্রের জন্য উমাঙ্গের পছন্দ দু’জন বলিউডি স্টার। এক বিগ-বি ,অন্যজন ইরফান খান। কিন্তু কাকে বেছে নেবেন, সেটা এখনও ঠিক করে উঠতে পারেননি। তাই এখনই অফিশিয়ালি ভাবে কিছু জানাতে চান না পরিচালক। এর আগে ‘মহাব্বাতে’ ও ‘সরকার রাজ’ ছবিতে একসঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন অমিতাভ-অ্যাশ। এছাড়া ‘বাবলি’ ছবিতে একটি আইটেম নম্বরে ধুম মাচিয়ে ছিলেন শ্বশুড়-বৌমা জুটি।