১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও বাংলাওয়াশের সুয়োগ টাইগারদের সামনে

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দাপটের সঙ্গেই সিরিজ নিশ্চিত করার পর, এবার হোয়াইট ওয়াশ করাই টাইগারদের লক্ষ্য বলে জানিয়েছেন, দলের পেসার মুস্তাফিজুর রহমান।

স্বাগতিক ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও আত্মবিশ্বাসী, টাইগারদের জয়ের ব্যাপারে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

বাংলাদেশের বদলে যাওয়ার শুরুটা গেলো বছর জিম্বাবুয়ের বিপক্ষে দিয়েই। এরপর ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জিতেছে মাশরাফিরা। যার দুটিতেই পেয়েছে হোয়াইট ওয়াশের স্বাদ। এবার সেটাকে তিন নিয়ে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে।

তাই তো শেষ ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনেও হাজির লিটন-ইমরুলসহ ৮ টাইগার ক্রিকেটার। সিরিজ জয়ের পর ক্রিকেটারদের নির্ভার হবার কথা থাকলেও, এদিন অনুশীলনে আসা মুশফিক, ইমরুল, লিখনদের বেশ সিরিয়াস দেখা গেলো।

আর প্রথম দু ম্যাচে রান না পাওয়ায় কিছুটা চাপে থাকা লিটনের দিকে একটু বেশী মনযোগ ছিল কোচ হাথুরুসিংহের।

সিরিজ নিশ্চিত হলেও, টাইগারদের দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা তেমন একটা নেই বললেই জানা গেছে। তাই কামরুলের অভিষেক ও এনামুলের দলে ফেরার অপেক্ষাটা হচ্ছে আর একটু দীর্ঘ। তবে প্রত্যয়ী বাংলাদেশের লক্ষ্য আরও একটি হোয়াইট ওয়াশের গল্প রচনা করার।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০ বার ধবল ধোলাই করেছে বাংলাদেশ। যার দুটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। আর তৃতীয়টি যে এবার মিরপুরের ক্রিকেট ক্যানভাসেই হতে যাচ্ছে তার একটা হুঙ্কার দিলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের।

একের পর এক হারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জিম্বাবুয়ে শেষ ওয়ানডের আগে অনুশীলন করেনি। সারা দিন হোটেলেই ছিলো এল্টন চিগুম্বাবুরার দল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ