আবারও ক্রিকেটের তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে অসাধারণ ওয়ানডে সিরিজ শেষে এক দিন পর প্রকাশিত আইসিসির অলরাউন্ডার র্যাংঙ্কিয়ে সেরা এখন সাকিব।
বিশ্বকাপের আগে শেষবার ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের শীর্ষে ছিলেন সাকিব। তবে বিশ্বকাপের পর ওয়ানডের প্রথম স্থানটা হারিয়েছিলেন তিনি।
শীর্ষস্থান পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানকে পেছনে ফেলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৪০৮, দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দিলশানের রেটিং পয়েন্ট ৪০৪। তৃতীয় স্থানে থাকা আরেক লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের পয়েন্ট ৩৭৮।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬১ দশমিক ৫০ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১২৩ রান করেন সাকিব। যার মধ্যে আছে দুটি হাফ-সেঞ্চুরি। আর ৯৯ রান খরচায় ৩ উইকেট নেন এই স্পিনার।
পোস্টটি যতজন পড়েছেন : ১০৩