নিজের “পাশবিক” অনুভূতিতেই বুঝতে পারে যে বিপদে পড়েছে একটা নতুন প্রাণ। আলতো করে মুখে তুলে নেয় তাকে। নিয়ে যায় একটি নিরাপদ স্থানে। প্রাণে বাঁচে শিশুটি। সদ্য জন্ম নেয়া এক নবজাতক। মা ফেলে চলে গেছে। খোঁজ নেয়নি বাবাও। নাড়িটা ভালোভাবে কাটা হয়নি। অচেনা পৃথিবীতে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে থেকে কান্না আর থামছিল না সদ্যোজাতের। ওর কান্না শুনেই হয়তো এগিয়ে যায় রাস্তার কুকুরটি।
ঘটনাটি সৌদি আরবের কোনও একটি স্থানের। জায়গাটির নাম জানা না গেলেও ঘটনাটির সাক্ষী এক ব্যক্তির ক্যামেরায় তোলা ছবি থেকে তা জানাজানি হয়। সদ্যোজাতকে মৃত্যুমুখ থেকে তুলে এনে প্রাণ ফিরিয়ে দেওয়ায় সে এখন এলাকার “হিরো।” ইন্টারনেটে ভাইরাল ছবিটিতে সদ্যোজাতকে দেখে সিউড়ে উঠেছেন অনেকে। অনেকেই আবার কুকুরের প্রশংসা করে বলেছেন, “কুকুরই মানুষের প্রকৃত বন্ধু।”
পোস্টটি যতজন পড়েছেন : ৫৬