১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগানিস্তান হামলা সহ্য করবে না: মোল্লা ইয়াকুব

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে যে, তারা প্রতিবেশি আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। সেই প্রেক্ষিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেছেন, তালেবান প্রশাসন পাকিস্তানের পরিচালিত বিমান হামলার প্রতিবাদ করার পরে তাদের আক্রমণ আর সহ্য করবে না। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার কাবুলে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকীর স্মরণে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেখানে তার ছেলে ও বর্তমানে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘আমরা বিশ্ব এবং আমাদের প্রতিবেশি উভয়ের কাছ থেকে সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এর স্পষ্ট প্রমাণ হলো, কুনারে আমাদের ভূখণ্ডে তাদের আক্রমণ।’

তিনি আরও বলেন, ‘আমরা আগ্রাসন সহ্য করতে পারি না। তবু, সেই আক্রমণ সহ্য করেছি। জাতীয় স্বার্থের কারণে আমরা তা সহ্য করেছি। পরের বার হয়তো আমরা তা সহ্য করতে পারবো না।’

তালেবান প্রশাসন বিমান হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, কুনার এবং খোস্ত প্রদেশে হামলায় অসংখ্য লোক নিহত হয়েছে। তবে আফগানিস্তানের সীমান্তের ভেতরে বিমান হামলায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি পাকিস্তান।

ইসলামাবাদের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘পাকিস্তান ও আফগানিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ। উভয় দেশের সরকার এবং জনগণ সন্ত্রাসবাদকে একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে। দুই দেশই দীর্ঘদিন ধরে এই বিপর্যয়ের শিকার।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ