আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আফগানিস্তানে পরমাণু হামলা চালানোর বিষয়টি খতিয়ে দেখেছিলেন। ৯/১১ নামে পরিচিত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় নজিরবিহীন সন্ত্রাসবাদী হামলার পর এ বিষয়টি খতিয়ে দেখা হয়।
জার্মানির তৎকালীন চ্যান্সেলর শ্রোয়েডারের রাজনৈতিক উপদেষ্টা মাইকেল স্টেইনার নিজের দেশের এক সংবাদপত্রে এ খবর ফাঁস করেছেন। ডার স্পাইগাল নামের ওই সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, ৯/১১-এর ঘটনার পর আফগানিস্তানে পরমাণু বোমা হামলার বিষয়টি খতিয়ে দেখা হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় সব কাগজপত্র লেখা হয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 579