[english_date]

আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সামনের মাসে সংযুক্ত আরব আমিরাত সফর করার কথা ছিলো অস্ট্রেলিয়ার। তবে সেটি আর হচ্ছে না। নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করে সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

আফগানিস্তানে তালেবয়ান সরকার কর্তৃক নারীর ওপর শিক্ষা, চাকরিসহ অন্যান্য আরও বিধিনিষেধ আরোপ করার প্রতিবাদেই সিরিজটি খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রলিয়া (সিএ)।

বৃহস্পতিবার সিএ’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সাম্প্রতিক সময় তালেবান মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করার ঘোষণা দেওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ না খেলা নেওয়া হয়েছে।’

 

এই মুহুর্তে সিরিজ না খেললেও আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখা হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আফগানিস্তানসহ গোটা বিশ্বে পুরুষ ও নারীদের খেলার প্রতি সমর্থন ও সম্প্রসারণে সিএ প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের অবস্থার উন্নয়নের অপেক্ষায় আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাবো।’

তিন ম্যাচের সিরিজটি বাতিল করায় সেখান থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পেয়ে যাবে আফগানিস্তান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে আফগানিস্তানের জন্য এই পয়েন্ট অনেক বেশি গুরুত্ব বহন করবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ