২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আপত্তিকর মন্তব্যের ফল ৩০ বছরের কারাদণ্ড

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে তাইল্যান্ডের রাজপরিবারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দিল সে দেশের আদালত৷ শুক্রবার ব্যাংককের সেনা আদালত পংসাক স্রিবুনপেংক (৪৮) নামে ওই ব্যক্তিকে এই সাজা শোনায়৷ তাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের পরিবারকে সাংবিধানিকভাবে সুরক্ষা দেওয়া হয়েছে৷ এই রাজপরিবার সাংবিধানিকভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত রাজপরিবার৷ যে কেউ রাজা, রানী, সিংহাসনের উত্তরাধিকারী অথবা রাজ পরিবারের কোনও সদস্যের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলে প্রতিবারের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। পংসাক স্রিবুনপেংয়ের আইনজীবী সাসিনান থামনিথিনান জানান, ফেসবুকে রাজপরিবারকে নিয়ে তার মক্কেল ছয়টি পোস্ট দিয়েছিলেন। প্রতিটির জন্য ১০ বছর করে তাকে ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি দোষ স্বীকার করে নেওয়ায় তাঁর শাস্তির মেয়াদ কমিয়ে ৩০ বছর করে আদালত৷ সামরিক শাসনে থাকা তাইল্যান্ডে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনও সুযোগ নেই। ২০১৪ সালে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর তাইল্যান্ডে রাজপরিবারের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। আই ল নামে স্থানীয় একটি অধিকার গ্রুপ জানিয়েছে, সেনা অভ্যুত্থানের আগে রাজপরিবারের বিরুদ্ধে সমালোচনার মাত্র দুটি মামলা ছিল। কিন্তু এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬তে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ