ইউটিউবে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশি গান। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এইচটিএম রেকর্ডসের ব্যানারে কানাডিয়ান বাঙালি শিল্পী ও সংগীত পরিচালক রাজ ডির ‘সে কি জানে’ এবং ‘একাকার’ গান দুটি সম্প্রতি মুক্তি পায়। দুটি গানের প্রথমটি কথা, সুর, সংগীত এবং গেয়েছেন শিল্পী নিজেই। আর ‘একাকার’ গানটির সুর, সংগীত এবং গেয়েছেন রাজ ডি। কথা লিখেছেন অভিষেক বাগচী কলকাতা থেকে। দুটি গানই খুব জনপ্রিয়তা পেয়েছিল যখন বিবিসি এশিয়ান নেটওয়ার্ক ‘দি নাদিয়া আলী শো’তে এক্সক্লুসিভলি আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার হওয়ার পরে এবং বিবিসি এশিয়ান নেটওয়ার্ক ‘দি নাদিয়া আলী শো’তে গান দুটি ‘ট্রাক অফ দি উইক’ হয়েছিল। এ নিয়ে রাজ ডি’র সাক্ষাৎকার প্রকাশিত হয় বিবিসি এশিয়ান নেটওয়ার্ক-এ।
এছাড়া ‘সে কি জানে’ গানটি প্রসংশিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদের কাছে। গানটি নিয়ে তিনি তার ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজে লিখেছেন, সত্যিই একটি অসাধারণ অনুভুতি বাংলা পপ সংগীতে এরকম একটি সতেজকারক গলা এবং গান শুনতে পেয়ে। ঠিক মনে করতে পারছি না, কখন কোথায় এরকম গান শুনেছি যেটি আসলেই অসাধারণ ও আরএনবি। খুব ভালো মিউজিক ভিডিও।’
‘রাজ ডি’ কলকাতার ছেলে, পুরো নাম দেবরাজ দত্ত। ১৯ বছর বয়েসে লন্ডনে চলে যান, ওখানে বসেই তিনি বাংলা আরএনবি নিয়ে ভাবতে শুরু করেন এবং সেটাকে কীভাবে বিশ্বের কাছে উপস্থাপন করা যায় ভাবতে থাকেন, সেখান থেকে প্রভাবিত হয়ে বাংলা আরএনবি নিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি কানাডাতে চলে যান। তিনি বলেন, ‘বাংলা একটি খুব মিষ্টি ভাষা এবং আরএনবিও একটি মিষ্টি মিউজিকাল বিভাগ।’ কানাডা বসেই তিনি মুক্তি দিলেন দুটি বাংলা আরএনবি গান ‘সে কি জানে’ ‘একাকার’ এইচটিএম রেকর্ডস-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশ এবং কলকাতাতে মুক্তি দিলেন গানগুলো। খুব শিগগিরই গানগুলো শুনতে ও দেখতে পাওয়া যাবে বাংলাদেশি রেডিও এবং টিভি চ্যানেলগুলোতে। এর পাশাপাশি গানগুলো ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে রাজ ডি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
‘সে কি জানে’, ‘একাকার’ চমত্কারভাবে চিত্রায়িত হয়েছে কানাডার বিভিন্ন মনোরম জায়গায়। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘রেড এপিক ৪কে ও ড্রন ক্যামেরা’।
পোস্টটি যতজন পড়েছেন : ১০০