২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় ৩ জনের ফাঁসি বহাল

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় ৩ জনের ফাঁসি বহালপ্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ।
২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালাল (রহ) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

ঘটনার দিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানা-পুলিশ। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৩১ জুলাই মুফতি হান্নানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রায় সাত বছর পর গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। বুধবার চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ