
সানিয়া মির্জার ছোট বোন আনাম মির্জার বিয়েতে আসতে পারলেন না শোয়েব মালিক৷ বৃহস্পতিবারই সাতপাকে বাধা পড়লেন আনাম ও আকবর রশিদ৷ আনম পেশায় স্টাইলিস্ট৷ অন্যদিকে, পাত্র আকবর হায়দরাবাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷দু’জন এর আগেই আংটি বদল সেরে নিয়েছিলেন৷এবার বিয়েটাও করে ফেললেন৷
বৃহস্পতিবার আনাম-আকবরের বিয়েতে জ্বালা গুট্টা সহ-বেশ কয়েকজন সেলেব থাকলেও আসতে পারলেন না আনমের জামাইবাবু শোয়েব৷ সানিয়ার বোনের সঙ্গে একাধিক ছবি ট্যুইট করলেও শোয়েবকে কোনও ছবিতেই পাওয়া যায়নি৷ তবে শোয়েব কেন অনুষ্ঠানে এলেন না, সে ব্যাপারে স্পষ্ঠ করে কিছু জানা যাচ্ছে না৷শোয়েবের অনুপস্থিতি নিয়েও ধোঁয়াশা থেকে যাচ্ছে৷মিয়াঁ-বিবির সম্পর্কে কী তাহলে নতুন কোনও সমস্যা হয়েছে? এই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে৷
বোনের বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনার চোলি-ঘাঘরাতেই মোহময়ী হয়ে উঠেছিলেন সানিয়া৷ টেনিসে সানিয়ার কেরিয়ার স্বপ্নের উড়ানে ভর করে এগিয়ে চলেছেন৷ ডাবলসে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর মরশুম শেষের যুক্তরাষ্ট্র ওপেনও ছিনিয়ে নেন বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস খেলোয়াড়৷