৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনসারুল্লাহর নামে চট্টগ্রামে আইনজীবীদের প্রাণনাশের হুমকি

চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ ড. অনুপম সেন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তকে হত্যার হুমকি দিয়ে এক আইনজীবীর মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। একই বার্তায় হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশকেও।

আজ বুধবার সকালে চট্টগ্রাম আদালত ভবনে আইনজীবী অশোক কুমার দাশ সাংবাদিকদের কাছে দাবি করেন, আনসারুল্লাহ বাংলা টিমের নাম করে এ হুমকি দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এ খুদে বার্তাটি তাঁর মোবাইল ফোনে আসে। দুপুর পৌনে ২টার দিকে এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তবে ড. অনুপম সেন ও রানা দাশ গুপ্ত জানান তাদের মোবাইল ফোনে এ ধরনের কোনো খুদে বার্তা আসেনি।

খুদে বার্তাটি আইনজীবী অশোক কুমার দাশ সাংবাদিকদের দেখান। অশোক জানান, তিনি ও তাঁর পরিবারকে আগামীকালের (বৃহস্পতিবার) মধ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একই বার্তায় বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্তের নামও রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জিডি করার সত্যতা স্বীকার করে কলেন, ‘বার্তায় তিনজনকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।’

তবে এ ব্যাপারে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, ‘আমি সকাল থেকে মার্কিন দূতাবাসে একটি কাজে ছিলাম। ফলে সেখানে আমার মোবাইল ফোন বন্ধ ছিল। কাজ শেষে মোবাইল অন করলেও এখনো এ ধরনের কোনো খুদে বার্তা পাইনি। হুমকিও আমি পাইনি।’

ড. অনুপম সেনও জানান, তাঁর মোবাইল বন্ধু ছিল। ফলে এ ধরনের কোনো কিছু তিনি জানেন না।

প্রবীণ এ শিক্ষাবিদ আরো যোগ করেন, ‘আমি তো ফেনবুকে নেই, ব্লগেও নেই। আমার কাজ শুধু শিক্ষা নিয়ে। আমাকে কেন হুমকি দেওয়া হবে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ