লন্ডনে আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ভারতীয় শিল্পপতি লর্ড স্বরাজ পালের ছেলে অঙ্গদ পাল৷ ক্যাপারো গ্রুপের সিইও ছিলেন ৪৫ বছরের অঙ্গদ৷ ১০ বছর আগে আইনজীবী মিচেল বোনের সঙ্গে বিয়ে হয় তাঁর৷
লন্ডন পুলিশ জানিয়েছে, আটতলার পেন্টহাউসের জানালা থেকে পড়ে মৃত্যু হয় অঙ্গদ পালের৷ তাঁর মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না পুলিশ৷ কোন পরিস্থিতিতে তিনি তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে৷পুলিশ জানায়, আটতলা উঁচু থেকে মাটিতে পড়ে যাওয়ায় তালগোল পাকিয়ে যায় অঙ্গদের দেহ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
বর্তমানে তাঁদের ক্যাপারো গ্রুপের বেশ কিছু সমস্যা চলছিল৷ স্টিলের দাম পড়ে যাওয়ায় তাঁর ১৬টি কোম্পানি প্রায় উঠে যাওয়ার মুখে৷ দেশে-বিদেশে ক্যাপারো গ্রুপে মোট ৪০টি কোম্পানি রয়েছে৷ সব মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মী তাতে কাজ করেন৷ গ্রুপের বাৎসরিক টার্নওভার ১০০ কোটি পাউন্ডেরও বেশি৷ সম্প্রতি সুপার ফাস্ট গাড়ি তৈরির একটি প্রকল্পেও হাত দিয়েছিলেন অঙ্গদ৷ সেইসঙ্গে চলচ্চিত্র প্রোডাকশনেও লগ্নি করেছিলেন তিনি৷