
সানি লিওন
বলিউডের নায়িকা, ভুল বললাম নাতো! ছিলেন শীর্ষ পর্নস্টার, এখন নিজেকে বদলে ফেলছেন।বিশাল পরিবর্তনের মধ্যে শিগগিরই ছোটগল্প লেখায় হাত দিচ্ছেন সানি লিওন। আর এ কথা জানিয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার।জানা গেছে,বই আকারে বের করার জন্য ১২ থেকে ১৫টি ছোটগল্প লিখতে যাচ্ছেন ‘বেবিডল’।সূত্র জানিয়েছে, ভারতের একটি প্রকাশনা সংস্থা প্রতি বছরই নানা ক্ষেত্রের মানুষদের লেখা ইন্টারনেটে প্রকাশ করে। এই বছর সেই তালিকায় সানি লিওনের নাম যুক্ত করতে চাইছে তারা। সেজন্য তাকে (সানিকে) ১২ থেকে ১৫টি গল্পের বিষয়ও বেঁধে দিয়েছে তারা। দুই হাজার শব্দের মধ্যে এই গল্পগুলি লিখতে হবে।তো সানির বক্তব্য কি?
সানিকে এক সাংবাদিক আত্মজীবনী লেখার ব্যাপারে প্রশ্ন করলে তিনি সাফ জানান, আগে শেষ কয়েক বছরে তাকে নিয়ে প্রকাশিত যাবতীয় বিতর্কিত সংবাদ এক জায়গায় জড় করবেন তিনি। তারপরে একে একে সেই সব কিছুর উত্তরে লিখতে থাকবেন, তাহলে তার আত্মজীবনীটাও লেখা হয়ে যাবে নিশ্চয়ই ।