আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের৷ জখম আরও ৩০ জন৷ বুধবার উত্তর আফগানিস্তানের ফারইয়াব প্রদেশের আলামার জেলার একটি বাজারে বিস্ফোরণটি হয়৷ বিস্ফোরণে জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নিরাপত্তারক্ষীরাই এই হামলার লক্ষ্য ছিল বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর৷
তবে, কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ গত এক দশক বহুবার তালিবানি জঙ্গি হামলার শিকার হয়েছে উত্তর আফগানিস্তানের বিভিন্ন এলাকা৷
পোস্টটি যতজন পড়েছেন : ৪৪৪