পরপর আত্মঘাতী বিস্ফোরণে কাবুলে নিহত ৪০। জখম প্রায় দু’শো জন।
প্রথম বিস্ফোরণটি হয় বৃহস্পতিবার রাত একটা নাগাদ। শহরের কেন্দ্রে এক বিস্ফোরক বোঝাই ট্রাক উড়িয়ে দেয় জঙ্গিরা। নিহত হন অন্তত ১৫ জন, জখম শতাধিক। দ্বিতীয় হামলাটি হয় পুলিশ অ্যাকাডেমির সামনে। শুক্রবার রাত আটটা নাগাদ চার জঙ্গি অ্যাকাডেমির পাঁচিল ভেঙে ঢোকার চেষ্টা করছিল। নিরাপত্তারক্ষীরা তাদের ঘিরে ফেললে চার জনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। পুলিশ অ্যাকাডেমিটি জনবহুল এলাকায় বলে আশঙ্কা করা হচ্ছে, নিহতদের মধ্যে পুলিশ ছাড়াও বহু সাধারণ মানুষ রয়েছেন। গভীর রাতে কাবুলের বিমানবন্দরের কাছে আর একটি আত্মঘাতী হামলার খবর পাওয়া গিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 245