জোড়া আত্মঘাতী বিস্ফোরণে ইয়েমেনে মৃত্যু হল কমপক্ষে ২৮ জনের৷ বুধবার সন্ধ্যায় রাজধানী সানার একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে৷ জখম হয়েছেন ৭৫ জন৷ এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে আইএস৷
বন্দুকবাজের হামলায় রেডক্রসের দুই কর্মীর মৃত্যুর পরই মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়৷ এই ঘটনার দায় স্বীকার করে আইএসের পক্ষ থেকে জানানো হয়, মসজিদের সামনে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায় কুসি আল-সান্নানি নামে এক জঙ্গি৷
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রথম আত্মঘাতী বিস্ফোরণের মিনিট কুড়ি পরে দ্বিতীয় বিস্ফোরণটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের পর আহতদের যখন উদ্ধার করা হচ্ছিল, তখন গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে মসজিদের প্রধান গেটের সামনে বিস্ফোরণ ঘটায় দ্বিতীয় আত্মঘাতী জঙ্গি। এই নিয়ে গত দু’মাসে পাঁচ বার মসজিদে হামলা চালাল জঙ্গিরা।
পোস্টটি যতজন পড়েছেন : ৪৩২