অস্ট্রেলিয়ার ৪২ সদস্যের ফুটবল দল নিয়ে সন্ধ্যায় ঢাকায় পা রেখেই গুলশানের ওয়েস্টিন হোটেলে উঠবে দলটি। ম্যাচের আগে কোনো সংবাদ সম্মেলন তো নয়ই, প্রাকটিসও রাখেনি তারা!
আগামীকাল বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুইদল।
বাফুফে সূত্রে জানা গেছে, প্রথাগত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন না করলেও হোটেলে একটা মিডিয়া সেশন করতে পারে তারা। তবে সেটাও নিশ্চিত নয়।
ম্যাচ পরিচালনার জন্য ইতিমধ্যে ঢাকায় এসেছে ইরানের ম্যাচ কমিশনার, ম্যাচ রেফারি এবং ফিফা কর্মকর্তারা।
গতকাল থেকে স্টেডিয়ামের নিচের দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। স্নিফার ডগ দিয়ে গোটা স্টেডিয়াম পাড়ায় তল্লাশি চালানো হয়েছে। ১১টি গেটে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
এরপর প্রশাসন থেকে জানানো হয়েছে অস্ট্রেলিয়া দলকে এমন নিরাপত্তা দেয়া হবে, যা আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে কোনো দেশ দেয়নি।
পোস্টটি যতজন পড়েছেন : ১৫৭