[english_date]

আজ লন্ডনে বিএনপির সভায় বক্তব্য রাখবেন বেগম জিয়া

লন্ডনে বিএনপির এক আলোচনা সভায় স্থানীয় সময় আজ রবিবার বিকাল ৫টায় বক্তব্য রাখাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি দিলীয় নেতা-কর্মীদের দিক-নির্দেশনা দিবেন। তবে এ আলোচনা সভা কোথায় হবে তা গতকাল শনিবার পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এসময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন।

যুক্তরাজ্য বিএনপির নেতারা গত মঙ্গলবার এক জরুরি সভায় এই আলোচনা সভা করার সিদ্ধান্ত নেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক জানান, আলোচনা সভার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভায় সাংবাদিক, পেশাজীবীসহ প্রায় ১ হাজারের বেশি নেতা-কর্মী থাববেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ঈদের দিনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত খালেদা জিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশৃংখলা ও হট্টগোলের কারণে এবারের সভা আয়োজনে শৃংখলা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য বিএনপি। মোতায়েন করা হবে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী। আমন্ত্রণপত্র ছাড়া সভায় কাউকে প্রবেশ করতে না দেয়ার পরিকল্পনা নিয়েছে দলটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ