৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ফেরত আনা হবে ১৫৯ অভিবাসী বাংলাদেশিকে

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরও ১৫৯ অভিবাসী বাংলাদেশিকে আজ কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনা হবে।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশ-মিয়ানমারের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ- বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃতদের ফেরত আনা হবে। সোমবার সকাল সাড়ে ১০টার নির্ধারিত পতাকা বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশ নেবে। এরপর দুপুরের মধ্যে একশ’ ৫৯ বাংলাদেশিকে ফেরত আনা হবে।

বাংলাদেশে ঘূর্ণিঝড় কোমেন-এর কারণে প্রথম দফায় ৩০ জুলাই এবং মিয়ানমারের বন্যার কারণে দ্বিতীয় দফায় ৫ আগস্ট ফিরিয়ে আনার প্রক্রিয়া পেছানো হয়েছিলো। এর আগে গত ৮ জুন ১৫০ জনকে, ১৯ জুন ৩৭ জনকে এবং ২২ জুলাই ১৫৫ জনকে ফেরত আনা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ