[english_date]

আজ দুপুর সাড়ে ১২টায় ব্লগার রাজিব হত্যা মামলার রায়

আজ ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী রাজিব হায়দার শোভন হত্যা মামলার রায় । বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করবেন।

এর আগে সোমবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের এ দিন নির্ধারণ করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, ‘ব্লগার রাজিব হায়দার শোভন হত্যা মামলার রায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঘোষণা করা হবে।’ রাজীব হত্যা মামলায় ৫৫ সাক্ষীর মধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তের হামলায় নিহত হন রাজীব। ওই ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৫৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ