৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। আগামী ১৩ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। তবে সোনার হরিণ একটি টিকিটের জন্য গতরাত থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন অনেক মানুষ। লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত কাটান তারা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুর রেল স্টেশনের ২০টি বুথের মধ্যে ১৪টি বুথে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে।

এছাড়া ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমেও টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এদিকে, টিকিট প্রত্যাশীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় স্টেশনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ