২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ ঢাকা সফরে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসছেন আজ। শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর এক বিশেষ বিমানে করে ঢাকায় আসার কথা রয়েছে তার। এই সফরে ৮১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি।এর মধ্যে থাকছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা, আসাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এদিকে, ঢাকা সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি নিজেই। এই সফর দু’দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ঢাকা সফর নিয়ে বিস্তারিত লেখেন মোদি।

দু’দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে, নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক স্বার্থ বিবেচনায় কয়েকটি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দেন। অন্যদিকে নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছেন, সবদিক থেকেই মোদির এই সফর ঐতিহাসিক হবে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসছেন আজ। শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর এক বিশেষ বিমানে করে ঢাকায় আসার কথা রয়েছে তার। এই সফরে ৮১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদি।এর মধ্যে থাকছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা, আসাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এদিকে, ঢাকা সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি নিজেই। এই সফর দু’দেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ঢাকা সফর নিয়ে বিস্তারিত লেখেন মোদি।

দু’দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে, নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক স্বার্থ বিবেচনায় কয়েকটি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দেন। অন্যদিকে নয়াদিল্লীতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বলেছেন, সবদিক থেকেই মোদির এই সফর ঐতিহাসিক হবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ