নিরাপত্তা জনিত কোনো সমস্যা না থাকলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ (বৃহস্পতিবার) হাজিরা দিতে আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের এ কথা জানান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। একই সাথে এই জেরা শেষ হলে নতুন সাক্ষীর সাক্ষ্য নিবেন বকশীবাজারের অস্থায়ী জজ আদালত। গত ১৮ জুন হারুনুর রশীদকে আংশিক জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে আসামীপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত ২৩ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 116