[english_date]

‘আজহার’ নিয়ে অসন্তুষ্ট নয় সঙ্গীতা বিজলানি – হাশমি

'আজহার' নিয়ে অসন্তুষ্ট নয় সঙ্গীতা বিজলানি – হাশমি

ভারতের জাতীয় ক্রিকেট দলের বিতর্কিত অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে তৈরি সিনেমা ‘আজহার’ নিয়ে তার সাবেক স্ত্রী ও অভিনেতা সঙ্গীতা বিজলানি অসন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে হাশমি বলেন, এটা সম্পূর্ণ ভুল। আজহার ভাই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। ‘আজহার’ নিয়ে তিনিও (সঙ্গীতা বিজলানি) প্রেসের সামনে কিছু বলেনি। তারপরও পত্রিকাগুলো বিষয়টি নিয়ে অনেক কিছু লিখছে।

টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’ সিনেমা ভারতের সাবেক ক্রিকেটার আজহারউদ্দিনকে নিয়ে তৈরি করা হয়েছে। এই সিনেমা নিয়ে বিজলানি অসন্তুষ্ট ছিল বলে জানায় বেশ কিছু মিডিয়া। সেখানে লেখা হয়, বিজলানি এবং আজহারের বিবাহিত জীবনের বেশ কিছু অংশ সামনে আসায় তিনি সিনেমাটি নিয়ে খুশি নন।

চলচ্চিত্রে নার্গিস ফাখরিকে দেখা যাবে বিজলানির চরিত্রে। আজহারের সঙ্গে ২০১০ সাল পর্যন্ত বিজলানির সম্পর্ক ছিল। এরপর তাদের ডিভোর্স হয়। সিনেমায় নাম চরিত্র আজহার হিসেবে অভিনয় করবেন ইমরান হাশমি। এ ছাড়াও অভিনয়ে থাকছেন প্রাচী দেশাই এবং লারা দত্ত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ