[english_date]

আগামী ৮ ডিসেম্বর মৌলভীবাজার-৩ আসনে উপনির্বাচন

আগামী ৮ ডিসেম্বর (মৌলভীবাজার-৩) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ নভেম্বর। যাচাই-বাছাই ১৪ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ নভেম্বর।
প্রসঙ্গত, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে ৬৬ বছর বয়সী এ রাজনীতিবিদের মৃত্যু হয়।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ৩ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিঙ্গাপুর। তার মৃত্যুর পর ওই আসন শূন্য হয়।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হককে এ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি।
১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারে জন্ম নেয়া সৈয়দ মহসিন আলী রাজনীতিতে আসেন ছাত্রলীগের মাধ্যমে। একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।
১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ