[english_date]

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দীপন হত্যার প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যামামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ ঠিক করে দিয়েছে আদালত। এছাড়া প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হত্যাচেষ্টার মামলাটিতে পুলিশকে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে হবে আগামী ২ ডিসেম্বর।

শনিবারের ঘটনায় মামলা দুটির এজাহার গ্রহন করে মঙ্গলবার ঢাকার দুটি আদালত এই তারিখ ঠিক করে দেয় বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আদালত পুলিশের এসআই কুতুবুল আলম জানান, দীপন হত্যা মামলার এজাহার গ্রহণ করে মহানগর হাকিম মো. ইউনুস খান ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করে দেন।

শুদ্ধস্বরের প্রকাশক টুটুলের মামলাটি ওঠে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশিরের আদালতে। তিনি ২ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেন বলে জানিয়েছেন আদালত পুলিশের এসআই মাহমুদুর রহমান।

গত শনিবার বিকালে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যার সময়ই লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে টুটুল ও দুই লেখককে কুপিয়ে জখম করা হয়। দীপন ও টুটুল নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক।

দীপনের স্ত্রী বুধবার শাহবাগ থানায় হত্যামামলা করেছেন। মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন টুটুল। কোনো মামলায় আসামিদের নাম কিংবা সংখ্যা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

মামলা দুটির তদন্তভার বর্তেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। তবে এখনও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ