আগামী ১২ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে বকশি বাজারে অবস্থিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে এই দিন ধার্য করেন বিচারক আবু আহমেদ জমাদার।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনা নিয়ে অবৈধভাবে লেনদেনের অভিযোগে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে মামলা দায়ের করে দুদক। ২০১২ সালে ১৬ জানুয়ারি এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে।
পোস্টটি যতজন পড়েছেন : 102