নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, দেশব্যাপী পৌর নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, আগে স্থানীয় সরকারের অধীনে যে নিবার্চনগুলো হয়েছে তা নির্দলীয় ভিত্তিতে। আর এখন তা অর্ডিনেন্স করে দলীয় ভিত্তিতে করার সিদ্ধান্ত হয়েছে। সে প্রেক্ষিতে আমরা আচরণ বিধি এবং নির্বাচন পরিচালনা বিধি পরিবর্তন করে সেগুলো আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি, আজকের মধ্যেই তা চলে আসবে। আসলেই আমরা সামনের সপ্তাহে একটি মিটিং বসে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিবো।
শাহওনেয়াজ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বরের শেষ দিকে নিবার্চন করতে হবে। কেন না পৌরসভাগুলোর ৫ বছরপূর্তির ৯০ দিনের মধ্যে নিবার্চন করতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করতে পারবো।