১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন রোনালদো!

বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড আর এরিক টেন হাগের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার পরই ক্লাব থেকে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছিল। তারপর প্রায় দেড় মাস ক্লাবহীন ছিলেন রোনালদো। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরেতে যোগ দেন সিআরসেভেন।

এশিয়ার ক্লাবে যোগ দেওয়ায় অনেকেই মনে করেছিলো আর হয়তো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে না রোনালদোকে। তবে এখনও রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ আছে বলছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা ও ডেইলি মেইল। তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদো আল নাসেরের সঙ্গে করা চুক্তিতে একটি শর্ত রেখেছেন। যেখানে বলা হয়েছে যে, সৌদি মালিকানাধীন প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে ধারে সেখানে খেলতে পারবেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

চলমান প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। চলতি মৌসুম শীর্ষ চারে থেকে শেষ করতে পারলেই পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে নিউক্যাসল ইউনাইটেড।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ