আমরা আগামী বছর হয়তো একটা নির্বাচিত সরকার দেখবো বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার (৭ ডিসেম্বর) বিআইডিএসের বার্ষিক কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব না। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বড় বড় সব কোম্পানিগুলোর টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স সিটে অনেক টাকা থাকলেও ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ছাত্রদলতার অভ্যুত্থানের পর আমরা কিভাবে ইকুয়ালিটিতে যাব সেটি ভাবতে হবে। মার্কেটে ইকনোমিক ইকুয়াল করতে হলে অর্গানাইজেশনাল স্ট্রেংথ দরকার।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৩