১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

[ad id=”28167″]বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আমরণ অনশনে যাচ্ছেন আগামীকাল সোমবার থেকে। এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা প্রেসক্লাবের সামনে এ আমরন অনশনে অংশ নেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপণ ও পরবর্তী সময়ে আরোপিত বিভিন্ন শর্ত বাতিল করে এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে যাচ্ছে শিক্ষকরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষরা এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ্র রায়  ও প্রচার সম্পাদক মো. এনামুল হক। তারা সৃষ্টপদের অসহায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে বেতন-ভাতার দাবিতে সংবাদ সম্মেলন করে ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। এসময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত না আশায় তারা ২২ ফ্রেবুয়ারি থেকে শান্তিপূর্ণ আমরণ অনশনে যাচ্ছেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত প্রায় ১৫ হাজার শিক্ষক রয়েছেন। তারা ৫ বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ